বগুড়ার আদালতের মহিলা হাজত খানায় পুরুষ আসামী
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -
বগুড়ায় আদালতের নারী হাজতখানায় সাজাপ্রাপ্ত আসামি তুফান সরকারকে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে।
তুফান সরকার বগুড়া শহর যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাইসহ ১৭টি মামলা রয়েছে। সোমবার বিকেলে কারাগার থেকে হাজিরার জন্য আদালতে নেওয়া হয় তুফান সরকারকে। হাজিরা শেষে পুরুষ হাজতখানায় না রেখে তাকে নারী হাজতখানায় রাখা হয়। সেখানে তার স্ত্রী আইরিন আক্তার সোনালী, শাশুড়ি তাসলিমা বেগম, স্ত্রীর বড় বোন আশা বেগম, শ্যালক মো. নয়ন এবং একজন আইনজীবীর সহকারী হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় আদালত পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া, তুফান সরকারের স্ত্রী, শাশুড়ি, স্ত্রীর বড় বোন, শ্যালক এবং আইনজীবীর সহকারীকে আটক করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, কোর্টের নারী কাস্টোডিতে নারীদের সঙ্গে একটি মামলার আসামিকে রাখা ছিল, যা আইনত অপরাধ। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।