বার্তা সম্পাদক, এস এম ফজলে রাব্বী শুভ:-

বগুড়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হারেজ উদ্দিন আকন্দ আজ রাতে ধুনট শেরপুরের তিনবারের নির্বাচিত মাননীয় সংসদ  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এমপি মহোদয়ের বাস ভবনে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফি, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাত শেষে নৌকার বিজয় নিশ্চিত করতে বিভিন্ন রকম দিকনির্দেশনা মূলক আলোচনা করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ সময় তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
এই ইউনিয়নে উপ-নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন লিটন আহমেদ, তরিকুল ইসলাম, সাজ্জাদুল হোসেন ও শহিদুল ইসলাম।

২০১৬ সালের ২৩ এপ্রিল কালেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফটিক চেয়ারম্যান হিসাবে  নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারনে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক মৃত্যুবরণ করেন। একারনে গত ১৬ ফেব্রুয়ারী চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নিকট জমা দেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন