নিজস্ব প্রতিবেদকঃ প্রবল বর্ষণেও উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে থেমে নেই ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
গত এক সপ্তাহের প্রবল বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাঁচা-পাকা ও ইটাকরণ রাস্তা সহ ফসলী জমির জলাবদ্ধতা নিস্কাশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। ২০১৯ সালের ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি উপজেলার প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে মানুষের দ্বারে দ্বারে বিরামহীন ভাবে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে উপজেলার জনসাধারণ সহ যানবাহন চলাচলের অনুপযোগী রাস্তা গুলো সংস্কার করে যাচ্ছেন তিনি। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা রোপণ সহ সার্বিক উন্নয়ন কল্পে নিরলসভাবে কাজ করছেন তিনি।
উল্লেখ্য- ২০ সেপ্টেম্বর সন্ধায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী খালের ব্রীজের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে প্রবল বর্ষণের কারণে গর্ত হওয়ায় জনগণের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে জানতে পেরে অতি দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিদর্শন করেন এবং পরদিন সকালে মেরামত কাজ শুরু করার জন্য নির্দেশনা প্রদান করেন। তাঁর এ কাজের জন্য এলাকাবাসী জানান, আসলেই উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হাই খোকন একজন প্রকৃত সমাজ সেবক।
উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হাই খোকন বলেন- "সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই; সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুখে দুঃখে উপজেলা বাসীর পাশে থাকতে পারি।"
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।