সম্মেলনের পর দীর্ঘ সাড়ে ১১ মাস পর বগুড়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত এই কমিটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে ৬৮ জনের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।২০১৯ সালের ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি হিসেবে মজিবর রহমান মজনু, সহ সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় ও কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলনের নাম ঘোষণা করা হয়। এই সম্মেলনের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আর এই কমিটিতে ধুনট উপজেলা থেকেই গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন ধুনটের ৫ কৃতি সন্তান। তারা হলেন, সহ-সভাপতি হিসাবে কমিটিতে স্থান পেয়েছেন এ্যড.আমানুল্লাহ খান আমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন শাহরিয়ার আরিফ ওপেল।
এছাড়াও কমিটিতে এক নাম্বার সদস্য হিসেবে স্থান পেয়েছেন ধুনট শেরপুরের তিন বারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এমপি, অন্য সদস্যদের মধ্যে আছেন সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় ও কলেজ এর সাবেক প্রিন্সিপাল শামসুল আলম জয় ও ধুনট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।