বগুড়া ধুনটে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave ( দ্বিতীয় ডেট) মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

২৪/১১/২০২০ ইং তারিখে মঙ্গলবার সকালে উক্ত কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত মহোদয়ের সভাপতিত্বে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই  ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, সহকারী ভূমি আব্দুল্লাহ আল রনী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচির মধ্যে তারপর শহরের জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, জনসাধারণকে মাস্ক পড়িয়ে দেয়া হয়। এবং হুঁশিয়ারি দিয়ে বলা হয় বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তা না হলে আমার ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
Email: fajlerabbi17@gmail.com

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন