​বগুড়া ধুনটে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন 


ধুনট,বগুড়া (প্রতিনিধি)- 


তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে এই স্লোগানকে ধারণ করে বগুড়া ধুনটে  ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ মার্চ সকাল ১০ টায় বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হিমেল রিছিল মহোদয়ের সভাপতিত্বে  এবং উপজেলা নির্বাচন অফিসার নূর জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন 


উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম,

 পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আশরাফ আলী,ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন,ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট উপজেলা ইমান সমিতির সাধারন সম্পাদক আবু সুফিয়ান,মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম,ছাত্র প্রতিনিধি আল নোমান,উপজেলা জামায়েত ইসলামীর সহ  সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,ধুনট সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন