বগুড়া ধুনটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একশত পঞ্চাশটি পরিবারের মাঝে বিশটি করে হাঁস ও একটি করে হাঁসের ঘর বিতরন করা হয়েছে। ১৮ জুন)রবিবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় আয়োজিত হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান্নোয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় একশত পঞ্চাশটি পরিবারের মধ্যে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রানাউল আমিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।