ধুনটে কালেরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যুবসমাজের হাতে ফুটবল উপহার দিলেন তরুন সমাজ সেবক রানা।।
নিজস্ব প্রতিবেদক -
খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে অগ্রণী ভুমিকা পালন করে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।খেলাধুলা ও প্রতিযোগিতা যুবসমাজকে সঠিক পথ দেখায়। যত বেশি খেলাধুলা করবে মন ও শরীর ভালো থাকবে। আর খেলাধুলায় যে প্রতিযোগিতা, তা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তারই ধারাবাহিকতায় ধুনটের তরুন সমাজ সেবক রানা প্রতিবারই উপজেলার বিভিন্ন গ্রামে যুবসমাজের হাতে ফুটবল তুলে দেন।নিজ অর্থ ব্যয় করে যুব সমাজের হাতে খেলার সামগ্রী তুলে দেতে পারাই তার ভালোলাগা।এমন চিত্র চোখে পড়েছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এসব কাজ করতে আমি আনন্দ পাই,এবং ভালো লাগে।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।