​বগুড়া ধুনটে অাওয়ালের লোহার সাথেই যেন সংসার


এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট, বগুড়া - 


এই বিশ্বে, মানুষের এই জীবনে, সব সুখ পরিশ্রমের মাধ্যমে সৃষ্ট হয়। আসলে প্রত্যেক শ্রমিক, প্রত্যেক সাধারণ মানুষের পরিশ্রমের গল্পই মনোমুগ্ধকর ও অসাধারণ। আজ আপনাদের সঙ্গে  একজন কর্মোঠ শ্রমিকের গল্প শোনাবো।


বর্তমান আধুনিক যুগে অনেক কিছুই বদলেছে। নিত্য ব্যবহার্য উপকরণ ব্যবহারে শহরাঞ্চলে নতুনত্বের ছোঁয়া লাগলেও গ্রামাঞ্চলে লোহার তৈরি বিভিন্ন উপকরণের ব্যবহার এখনো কমেনি। কারণ কৃষি থেকে শুরু করে দৈনন্দিন কাজে প্রতিনিয়ত লোহার উপকরণের প্রয়োজন হয়। কৃষি কাজে কোদাল, লাঙ্গল, কাচি/কাস্তে, শাবল, ছেনি/নিড়ানি আর সাংসারিক কাজে দা, বটি, খুন্তি, কুড়াল, চাকু ইত্যাদি ব্যবহার করা হয়। তবে উপকরণ ব্যবহারে পরিবর্তন না এলেও পরিবর্তন এসেছে পেশাজীবীদের। আগে যারা লোহার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তাদের এই কাজ এখন বন্ধপ্রায়। কারণ আধুনিক মেশিন বা যন্ত্র ব্যবহার করে এখন লোহার উপকরণ তৈরি করা যায়।


শুধু তাই অাধুনিক যন্রপাতি মানুষ ব্যবহার করলেও যখন নষ্ট হয় তখন তার কাছেই অাসতে হয়।সে অার কেউ নয় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটির সন্তান অাওয়াল।

ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত একাই এসব কাজ করেন।এ যেন লোহার সাথে ঘর সংসার।।


। 

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন