বগুড়া ধুনটে অনুশীলন কোচিং সেন্টার এন্ড জব প্রিপারেশন হাউজের শুভ উদ্বোধন
ধুনট, বগুড়া - প্রতিনিধি -
বগুড়া ধুনটে অনুশীলন কোচিং সেন্টার এন্ড জব প্রিপারেশন হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ উক্ত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর অাপাল শেখ,সাংবাদিক এস এম ফজলে রাববী শুভ,প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক রুবেল অালম(ঢা.বি),কে এম ফজলে রাববী (ঢা.বি),হিরা অালম(ডি.ই),রুহুল অামিন(অাযিযুল হক কলেজ),ইউসুফ অালী(অাযিযুল হক কলেজ),
এছাড়া অারো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মুর্শিদা খাতুন(ঢা.বি),সিনথিয়া(ঢা.বি),সুরাইয়া মোহনা(ঢা.বি),জান্নাতি খাতুন(বঙ্গবন্ধু.কৃ.বি),অালাউদ্দিন(অাযিযুল হক কলেজ) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একঝাক মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত অনুশীলন কোচিং সেন্টার এন্ড জব প্রিপারেশন হাউজের ক্লাস শুরু হবে ১ফেব্রুয়ারি থেকে।।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।