​বগুড়া ধুনটে পি ই পি এর অর্থায়নে দারিদ্র ও অসহায় পরিবারের মাঝে গরু ও নগদ অর্থ বিতরন।।


এস এম ফজলে রাব্বি শুভ-ধুনট,বগুড়া- 



বগুড়া ধুনটে  প্রভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পি ই পি ) অর্থায়নে অতি দারিদ্র ও অসহায়  পরিবারের মাঝে গরু, সার,বীজ ও ব্যবসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।


১৫ জানুয়ারি ধুনট সদর ইউনিয়নের  হতদরিদ্র ৬১জন পরিবারের মাঝে বকনা গরু, খাদ‍্য, কৃষি চাষাবাদের জন্য  সার,বীজ ও  ব‍্যবসার জন‍্য নগদ অর্থ  বিতরন করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন  ধুনট সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  এস এম মাসুদ রানা,ধুনট উপজেলা সমাজ সেবা অফিসার আবদুল্লাহ আল কাফি,, জেলা মাঠ সমন্বয় কারী আবদুল খালেক,  শী দিলিপ কুমার,সদর ইউনিয়নের  ৬নং ওযার্ডের মেম্বার হাকিম, মহিলা মেম্বার দিতি খাতুন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হান্নান প্রমুখ।।


 

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন