​বগুড়া ধুনটে ভুল অপারেশনে ৮ বছরের এক শিশুর মৃত্যু।। 


এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া-



বগুড়া ধুনটে শাহ পরান হাসপাতালে ডাক্তারের ভুল অপারেশনে কাকলী নামে ৮ বছর এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে হাসপাতাল রোডে অবস্থিত শাহ পরান হাসপাতালে এই ঘটনা ঘটেছে।


নিহত কাকলী রানী ধুনট পৌর সভার চরধুনট গ্রামের কাতা প্রবাসী কাজল হাওলাদারের একমাত্র কন্যা। 


নিহতের পরিবার সুত্রে জানা যায়,কাকলী রানী দীর্ঘ দিন যাবত গলায় টিউমার জনিত রোগে ভুগছিল। এ কারনে শাহপরান হাসপাতালের নিয়মিত ডাক্তার ও বগুড়া টি এম এস এস মেডিকেল কলেজের নাক কান গলার সহকারী অধ্যাপক ডাঃ মাহফুজুল হক মামুনের কাছে চিকিৎসা নিয়ে অাসছিলো।


নিহত কাকলী রানীর দাদা ধীরেন্দ্র নাথ বলেন,তার কাছে এত দিন চিকিৎসা নেওয়ার সুবাদে তিনি বলেন তার অপারেশন করতে হবে,এর জন্য দশ হাজার টাকা লাগবে,অামরা ডাক্তারের কথা শুনে রাজি হয়ে যাই এবং অামার নাতনীকে ওই হাসপাতালে ভর্তি করি।বুধবার রাত অাটটার দিকে অামার নাতনীকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়,কিন্তু রাত ২ টার দিকে ডাক্তার  অপারেশন রুম থেকে বের হয়ে এসে অামাদের কে বলে তার জ্ঞান ফিরছেনা,তাকে দ্রুত বগুড়া নিয়ে যেতে হবে।অামরা ডাক্তারের কথা মত অতি দ্রুত তাকে বগুড়া নিয়ে যাই,কিন্তু বগুড়া নিয়ে যাওয়ার পর ওখানকার ডাক্তার বলে সে অপারেশন টেবিলেই মৃত্যু বরন করেছে।


নিহত কাকলী রানীর দাদা অারো জানান, বগুড়া থেকে ফিরে এসে অামার নাতনীর মৃত্যুর ঘটনা জানতে চাইলে হাসপাতাল কতৃপক্ষ অামার সাথে খারাপ ব্যবহার করে।তিনি এর সঠিক বিচার দাবী করেছেন।


এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অাশরাফুল ইসলাম বলেন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন ঘটনাটি লোকেমুখে শুনেছি,এখন পর্যন্ত কেউ এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেনি।অভিযোগ করলে তদম্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।  


Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন