বগুড়া ধুনটে চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী C.P.L ক্লাবের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উত্ত খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করছেন তারা হলো সোনার বাংলা ক্লাব বনাম বন্ধু ক্লাব। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাব্বির হাসান সিজু। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিব, স্বরন, মাহি, সাইদুল, বাধন, রাগ্গা, নিশাদ, রুবেল, জুয়েল, রায়হান, আসিফ প্রমুখ।
খেলাধুলা/ধুনট/বগুড়া।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।