আসন্ন ধুনট পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফর্ম জমা দেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রনি সাহা। আজ দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল হাসান ও যুগ্ম-আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান বিদ্যুৎ এর কাছে দলীয় মনোনয়ন ফর্ম জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আল আমিন তরফদার, ধুনট কেন্দ্রীয় বারোয়ারী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ধুনট উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা, সদস্য বিনয় সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন ডেভিড, ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সকল ভোটার বৃন্দ।

এবিষয়ে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী রনি সাহা বলেন- "ধুনট পৌরসভার (০৫) পাঁচ নং ওয়ার্ড বাসীর পক্ষে এলাকার হিন্দু মুসলিম মুরুব্বি, তরুণ যুবকদের নিয়ে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। আমি কাউন্সিলর হতে পারলে এলাকাবাসী সুখে দুঃখে সর্বদা পাশে থাকবো। এলাকার রাস্তা-ঘাট, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা, ময়লা আবর্জনা মুক্ত করণ সহ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর থাকবো।"
এছাড়াও তিনি পাঁচ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

bd1paper- দেশজুড়ে/ধুনট/বগুড়া।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন