আসন্ন ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে এখন পর্যন্ত আওয়ামী লীগের তিন জন এবং বিএনপির তিন প্রার্থী মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিক, সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ। ধুনট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল হাসান ও যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা। এছাড়াও মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ জি এম বাদশাহ।

অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাবেক পৌর মেয়র বিএনপি নেতা আলিমমুদ্দিন হারুন মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তরুণ প্রার্থী আরিফ খাঁন এবং স্বেচ্ছাসেবকদল নেতা তুহিন।পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন পৌরসভার ন্যায় বগুড়া জেলার ধুনট পৌরসভাতেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে-ময়দানে আগাম প্রচারে সরব হয়ে উঠেছেন। অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও কর্মী সমাবেশ শুরু করছেন। সামাজিক নানা অনুষ্ঠানে হাজির হচ্ছেন প্রার্থীরা। শুধু তাই নয় সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। ভাগ্য বদলের প্রতিশ্রুতি দেখিয়ে পৌরবাসীর সমর্থন বাগিয়ে নেয়ার চেষ্টা করছেন ধুনট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা। পৌর নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। সমর্থন আদায়ে ভালোবেসে বুকে টেনে নিচ্ছেন ভোটারদের। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে শুধু প্রতিশ্রুতিই মানতে নারাজ সাধারণ ভোটাররা। তারা ইতোমধ্যে হিসাব কষতে শুরু করেছেন। প্রার্থীর বিষয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ।পৌরসভার ভোটারদের সঙ্গে আলাপচারিতায় এমনটাই ফুটে উঠেছে।

এছাড়াও এই পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে লোকে মুখে কিছু কিছু নাম শোনা যাচ্ছিলো ,তারা হলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বনি আমিন মিন্টু, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান প্যানেল মেয়র জমিদার শাজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, প্রয়াত বিএনপি নেতা শফি খাঁন এর পুত্র উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম খাঁন, ধুনট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়মুল আলম তালুকদার। বিশিষ্ট সমাজ সেবক ফয়সাল বিন ফরহাদ উৎসব ও যুবদল নেতা সাবেক কাউন্সিলর লিটন আহমেদ। তবে ধারনা করা হচ্ছে আরো কয়েক জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারে। সর্বশেষ পর্যন্ত কত জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন সে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আমাদের।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
ইমেইল- fajlerabbi17@gmail.com

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন