বগুড়ার ধুনট উপজেলায় মাস্ক ব্যবহার না করায় কয়েক জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শহরের সোনামূখী রোড জিরো পেয়ন্ট থেকে হুকুম আলী বাস স্ট্যান্ড পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ জন পথচারী, ব্যবসায়ী, অটোভ্যান চালক, মোটরসাইল চালক সহ বাস ড্রাইভারকে ২০০, ৩০০, ৫০০, ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন জনকে বিভিন্ন অর্থে অর্থদন্ড প্রদান করেন।
১৮-১১-২০২০ ইং তারিখ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রনী এ অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ী, পদচারী, অটোভ্যান চালক সহ সব বয়সী জনসাধারণকে সাস্ক ব্যবহার করার জন্য সচেতন করেন এবং কিছু পথচারীকে মাস্ক পরিয়ে দেন।
নতুন করে করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণ রোধে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন–২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
ইমেইল:- fajlerabbi17@gmail.com
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।