বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৬ টি দোকানের মালামাল সহ কমপক্ষে ৫০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় মেসার্স দুই বোন ট্রেডার্স এর সত্বাধিকারী গোলাম মোস্তফার দোকান হতে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আশেপাশে আরও ৫ টি দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহায়তায় ২ ঘন্টার প্রাণান্তর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।ততক্ষণে ৬ দোকানীর কমপক্ষে ৫০ লক্ষাধিক টাকার মালামাল সহ দোকান পুড়ে ছাই হয়ে যায়।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগ্নিকান্ডের সূচনা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতাউর রহমান। অগ্নিকাণ্ডে মেসার্স দুই ভাই ট্রেডার্সের স্বাত্তাধিকারী গোলাম মোস্তফার গ্যাসের সিলিন্ডার ডিজেল ও পেট্রোলের দোকান, মেসার্স দুই বোন ট্রেডার্সের স্বাত্তাধিকারী গোলাম রব্বানীর বীজ সার কীটনাশকের দোকান, তিন ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী আবু সাইদের ব্রয়লার ফিড ও মেডিসিনের দোকান, ভাই ভাই স্টেশনারি ও কসমেটিকস্ স্বত্বাধিকারী দেলবর হোসেনের দোকান, অনীল হেয়ার কাটিং এর স্বত্বাধিকারী গৌতম চন্দ্র শীল এর সেলুন, মিজানুর রহমান এর কনফেকশনারি ও ফলের দোকান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে সহায়তা করা হয়েছে।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
ইমেইল:- fajlerabbi17@gmail.com
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।