বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ:-

বগুড়া ধুনটে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নিখোঁজ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। জানা যায়, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২৩ সেপ্টেম্বর। ২৩-০৯-২০২০-ইং তারিখে অন্যান্য প্রার্থীগণ মনোনয়ন পত্র জমা দিলেও মাসুদ রানা নির্বাচন করবেনা বলে মনোনয়ন পত্র জমা দেননী। ইতোমধ্যে একটি সংবাদ প্রচারিত হয় যে মাসুদ রানা প্রার্থী নিখোঁজ এবং বিভিন্ন লোকজন তার ব্যাপারে গুজব ছড়িয়েছে সে নিখোঁজ। প্রকৃতপক্ষে সে নিখোঁজ হয় নাই। সে মনোনয়ন পত্র জমা না দিয়ে বগুড়া সুত্রাপুর এলাকায় চলে যায়। তারপরের দিন থেকে মাসুদ রানাকে রামনগর বাজারে শিপনের ঔষধের দোকানে উঠা-বসা করতে দেখা যায়। স্থানী ও বিভিন্ন সুত্র থেকে জানা যায় যে মাসুদ রানা পারিবারিক জীবনে দির্ঘদিন যাবৎ অশান্তির ভিতর দিন কাটাচ্ছেন। সে অবিবাহিত তার বাবা ও ভাইদের সাথে ভাল সম্পর্ক নেই। তার পরিবারের পক্ষে থেকে মাসুদ রানাকে দেড় বিঘা জমি দিয়েছিলেন। সেই জমি বিক্রয় করে টাকা শেষ করেছেন, তিনি এখন নিঃস্ব। মাঝে মাঝে মাসুদ রানা নিখোঁজ হন বলে জানা যায়। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা।

এই বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন- মাসুদ রানা তার এলাকাতেই আছে এবং আমার সাথে কথা হয়েছে।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন