বার্তা সম্পাদক-এস এম ফজলে রাব্বী শুভ:-
বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মৃত্যু বরন করায় চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করা হয়। চেয়ারম্যান এর এই শুন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের একজন প্রার্থী, স্বতন্ত্র চারজন সহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দিয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর অপেক্ষায় আছে সকল প্রার্থী। কিন্তু বৃহস্পতিবার দুপুরে কান্তনগর বাজারে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী শিপন বসে নেই। গণসংযোগ ও কুশল বিনিময় করছে এলাকার সকল ভোটারদের সাথে। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ এর উন্নয়ন, অসহায় বৃদ্ধদের ভাতা নিশ্চিত করন, যুব সমাজকে মাদকমুক্ত পরিবেশে ফিরিয়ে আনতে চাই। এককথায় এই ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠন করতে আমি বদ্ধপরিকর।
গণসংযোগ করতে যেয়ে এলাকার ভৌগোলিক অবস্থান তুলে ধরেন শিপন, সেই অনুযায়ী এলাকার সকল স্তরের জনগণের আস্থাভাজন হতে পেরেছেন বলে শিপন জানায়। পাশাপাশি চেয়ারম্যান পদপ্রার্থী শিপন সকলের কাছে দোয়া কামনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।