এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়াঃ-
বগুড়ার ধুনটে উপজেলার ০৭ নং এলাঙ্গী ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন হয়েছে। ধুনট থানার আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৫টায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় আরো বক্তব্য দেন, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) কামরুজ্জান মিয়া, ধুনট থানার এসআই রিপন মিয়া, আব্দুল আজিজ, এএস আই রায়হান, ধুনট থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবাহান, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম চাঁন, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, এলাঙ্গী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি মোজাফ্ফর রহমান, ১নং ওয়াড পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার ইসলাম, গবেষক আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধ হামিদুর রহমান ও শিক্ষক শাহ আলম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।