নিজস্ব প্রতিবেদক:
চুনিয়াপাড়া বনাম সাতমাথা সুপার সিক্স নিশ্চিতের খেলায় সাতমাথা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৪ ওভারে ১৬২ রান করে। দলের পক্ষে সৌরভ টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৩ রান করে।
চুনিয়াপাড়ার পক্ষে ফিরোজ-২, রাফি-১, হৃদয়-১ উইকেট লাভ করে।
চুনিয়াপাড়া ১৬৩ রান তাড়া করে ১২৫ রানে তাদের ইনিংস শেষ হয়। ৩৭ রানে তারা পরাজিত হয়। দলের পক্ষে নয়ন ৩৬ রান করে।
সাতমাথার স্বাধীন ৪ উইকেট লাভ করে।
চুনিয়াপাড়ার পক্ষে ফিরোজ-২, রাফি-১, হৃদয়-১ উইকেট লাভ করে।
চুনিয়াপাড়া ১৬৩ রান তাড়া করে ১২৫ রানে তাদের ইনিংস শেষ হয়। ৩৭ রানে তারা পরাজিত হয়। দলের পক্ষে নয়ন ৩৬ রান করে।
সাতমাথার স্বাধীন ৪ উইকেট লাভ করে।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।