নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার ধুনটে নন-এমপিও মাদ্রাসা, কারিগরি ও স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ প্রনোদনার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৩০০নন-এমপিও শিক্ষক কমর্চারীদের মধ্যে এ প্রণোদনার চেক বিতরণ করা হয়।উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধান অতিথি হিসাবে শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

চেক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবলীগের সহসভাপতি আলীম আল রাজি বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন