নিজস্ব প্রতিবেদক:
রাত পোহালেই ১৫ ই আগস্ট। জাতীয় শোক দিবস। এই দিনটিতে জাতির জনক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল হায়েনারা। শোক দিবস উপলক্ষে সারা দেশব্যাপী ব্যানার পোস্টারে ছেয়ে যায়। বঙ্গবন্ধু এবং উনার পরিবারের ছবির চেয়ে নেতাদের ছবিগুলো বড় বড় করে টানানো হয়। সেই পোস্টার ব্যানার এলাকার অলিগলি, পাড়া-মহল্লা, সড়ক এবং মহাসড়কে সাঁটানো হয়। নিজেকে প্রচার করতেই যেন ব্যতিব্যস্ত হয়ে ওঠেন নেতাকর্মীরা। কেউ কেউ শোক দিবস পালন করার নামে বিভিন্ন শিল্প কারখানা থেকে চাঁদা উঠায় উঠানো লাখ লাখ টাকা। সেই চাঁদার টাকায় নিজেদের মধ্যে হয় ভাগ-বাটোয়ারা। এমন চিত্র দেখা যায় বাংলাদেশের অনেক এলাকায়। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে গাজীপুরের, তিনি ক্ষমতাসীন দলের নেতা, স্থানীয় পর্যায়ের নয়-কেন্দ্রীয় যুবলীগের নেতা। এমন নেতার নিজের এলাকায় নেই কোন পোস্টার নেই-ব্যানার। নিজের ছবি দিয়ে আজ পর্যন্ত কোন পোস্টার করেননি তিনি। নিজের প্রচার-প্রচারণার চেয়ে শুধু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই অসহায় মানুষের পাশে থাকছেন। দরিদ্র অনাহারী, এতিম প্রতিবন্ধীদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। নিজের খামারের মাছ, গরুর দুধ অসহায়দের মাঝে বিলিয়ে দিচ্ছেন।
 
বর্তমান সময়ে এমন নেতা খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে হ্যাঁ ছবিতে দেখা যাওয়া মানুষটির নাম আকরাম হোসেন বাদশা, কেন্দ্রীয় যুবলীগ নেতা। ২৩ বছর আমেরিকার শিকাগোতে বিলাসী জীবন যাপন শেষে মাটির টানে পরিবার নিয়ে ছুটে এসেছেন বাংলাদেশে। বঙ্গবন্ধু প্রেমি বাদশা দেশে ফিরে শ্রীপুরের প্রহলাদপুর নিজ গ্রামে মাছ এবং গরুর খামার করেছেন। খামার থেকে আয়ের টাকায় অসহায় মানুষের পাশে থাকেন।
 
ছবিটিতে দেখা যাচ্ছে শোক দিবস উপলক্ষে আকরাম হোসেন বাদশা খাবার তুলে দিচ্ছেন এতিমদের প্লেটে।
 
আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও অতি সাধারণ জীবন যাপন করা মানুষটির এই বিষয়টি দৃষ্টান্ত অবশ্যই। নিজের খামারের খাসি জবাই করে তা তিনি বিলিয়ে দেন এতিমদের মধ্যে। তারা একবেলা খেয়ে জাতির জনকের জন্য দোয়া করবে যুবলীগ নেতা বাদশার এটাই প্রত্যাশা। শুধু শোক দিবসে নয় যেখানেইদরিদ্র এবং অসহায় মানুষের হাহাকার সেখানেই সাধ্যমত পাশে থাকার চেষ্টা করেন তিনি।
 
মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব রাজনীতিকের ছবি সম্বলিত পোস্টার ব্যানারে যে ব্যয় হয় তার চেয়ে বরং এরকম কাজে দৃষ্টান্ত তৈরী হওয়াটাই স্বাভাবিক। আমাদের শোক যদি আমাদের মানবিক করে তোলে, আমাদের দেশ প্রেমিক করে তোলে, আমাদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখায় তবেই কেবল সুন্দর একটি দেশ পেতে পারি আমরা।
 
পোস্টার ব্যানার পাড়া-মহল্লা এটা নিয়ে নিজেকে জাহির করা নয়-বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আকরাম হোসেন বাদশার মত নীরবে মানুষের জন্য কাজ করে যেতে হবে। তাহলেই সোনার বাংলা গড়ে উঠবে আমার বাংলাদেশ।

সূত্রঃ নিউজ1971

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন