​বগুড়া ধুনটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।।


এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া - 


বগুড়ার ধুনটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।৮ জানুয়ারি বুধবার সকাল ১০টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।


এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল প্রমূখ।


১.ক্যাপশন:

বগুড়ার ধুনটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। 


ধুনটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন



ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট পৌর শাখার অফিস উদ্বোধন উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় ধুনট মডেল মসজিদ সংলগ্ন ওই অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম।


ধুনট পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট উপজেলা শাখার উপদেষ্টা  সহকারী অধ্যাপক আব্দুল করিম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহম্মেদ। 


ধুনট পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল ওহাব, ডা: মোফাজ্জল হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মহসীন আলম মামুন। # (ছবি আছে)


২.ক্যাপশন:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট পৌর শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন