ধুনটে বাজার মনিটরিং ও জরিমানা করলেন ইউএনও হিমেল রিছিল।
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে বগুড়া ধুনটে বাজার মনিটরিং করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
১৫ অক্টোবর মোঙ্গলবার বিকালে ধুনট উপজেলার ধুনট পৌর শহরের বিভিন্ন মুদি মনোহারী, চালের আড়ত, হোটেল, গার্মেন্টসের দোকান ও মাছ বাজার পরিদর্শণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করায় বাজারের চার বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক মোট ৪,০০০/- টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুজ্জামান সহ ধুনট থানা পুলিশ উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেল রিছিল বলেন, বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়া ও ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করতে বাজার মনিটরিং করা হয়। এইসব নির্দেশনা কেউ অমান্য করলে তাদের আইনের
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।