ঘরেই কাছেই নির্জন প্রকৃতির হাতছানি
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -
প্রকৃতি রং ছড়ায় সুন্দরের। সেই সৌন্দর্য যে আমাদেরকে কতটা মোহাবিষ্ট করতে পারে কিংবা আমাদের মনকে কতটা ভালো লাগার আমেজে ভরিয়ে তুলতে পারে তা আমরা সবাই জানি।প্রকৃতির এ রূপের কোন তুলনা হয়না। বিশ্বে এমন দেশ কমই আছে যেখানে প্রকৃতি এমন উদার, অকৃতিমভাবে তার মহিমা প্রদর্শন করে। সত্যিই আমরা ধন্য।ঘরের কাছেই নির্জন প্রকৃতির হাতছানি।
বাড়ির পাশে এমন রুপ লাবণ্যে ভরা প্রকৃতি থাকতেও হাজার হাজার টাকা খরচ করে দূরে ঘুরতে যাই একটু প্রশান্তির খোজে,অথচ
দেখার চোখ থাকলে আমাদের আশেপাশেই যে সবই সুন্দর।সেগুলো আমাদের চোখে পড়েনা।বাড়ির পাশে এমন প্রকৃতির রূপ-লাবণ্যের নির্যাস পেতে হলে চাই অন্তরদৃষ্টি। কবিগুরু এ জন্যই লিখেছিলেন- দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দু’পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশিরবিন্দু।
প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না।-প্রকৃতির রয়েছে অপার সৌন্দর্য। প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মায়া। প্রকৃতির কাছাকাছি গেলে মন ভালো হয়ে হয়ে যায়। মনের স্বাস্থ্য ভালো থাকে। তাহলে কেন যাবেন না প্রকৃতির কাছে?প্রকৃতিকে ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। একঘেয়েমি এড়িয়ে চলা মানুষের সহজাত প্রবৃত্তি হওয়ায় ঋতু বদলের মতো স্থান এবং হাওয়া বদলের মধ্যেও মানুষ বিনোদন ও স্বস্তি খুঁজে বেড়ান। বৈচিত্র্যময় পরিবেশ ও প্রকৃতিই পারে এই আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটাতে।তাই আপনারাও আসতে পারেন এই জায়গায়,আমরাও জানিনা বাড়ির পাশে এমন সুন্দর প্রকৃতি আছে।এমন সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে আসতে পারেন বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের তালুকদার বাড়িতে।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।