বগুড়া ধুনটে বেড়েই চলছে চুরির ঘটনা!নেই কোন প্রতিকার-আতঙ্কে এলাকাবাসী।।
এস এম ফজলে রাব্বি শুভ- ধুনট,বগুড়া -
বগুড়া ধুনট উপজেলায় পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নে দিন দিন বেড়েই চলেছে ছোট বড় চুরির ঘটনা। স্থানীয় ব্যক্তিরা বলেন, গত ২ মাসে ১০ থেকে ১৫টি চুরির ঘটনা ঘটেছে। বেশির ভাগ চুরি দিনের বেলায় হয়েছে। হঠাৎ করে বেড়েছে এসব চুরির ঘটনা। শুধু রাতে নয়, দিনে দুপুরেও হচ্ছে চুরি। সম্প্রতি ধুনট পৌর শহরে বেশ কয়েকটি বড় চুরি সংঘটিত হলেও অপরাধীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে স্থানীয়রা।
শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ এসব চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।
তবে ধুনট থানা-পুলিশ জানিয়েছে, চুরির বিষয়ে কিছু অভিযোগ করলেও অনেকেই আবার কোনো অভিযোগ পুলিশের কাছে করেননা।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, চোরেরা আগে থেকেই একটা বাসাকে নির্দিষ্ট করে বসবাসকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে। যখন বাসায় কেউ থাকে না, তখন সুযোগ বুঝে চুরি করে। প্রায়ই চুরির ঘটনা ঘটছে দিনের বেলায়। বাসায় ঢুকে সোনা ও টাকা চুরি করার পাশাপাশি গ্যারেজ থেকে সাইকেলও নিয়ে যায় চোরেরা। শুধু তাই নয় অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে প্রায়ই চুরি হচ্ছে মটরসাইকেল।এখানেই শেষ নয় বাসার জানালা দিয়ে মোবাইল চুরির ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। গত দুই মাস থেকে ধুনটে তৎপর চোর চক্র। বিভিন্ন পাড়া মহল্লায় বেড়ে গেছে ছোট বড় চুরির ঘটনা। দিনে রাতে সব সময়ই সক্রিয় চোর চক্র। চোররা শুধু বসতবাড়িই না, চুরি করছে বিভিন্ন প্রতিষ্ঠানেও।
এলাকার এক ব্যবসায়ী বলেন, তিনি ভাড়া বাসায় থাকেন। তাঁর ফ্ল্যাটটি দোতলায়। কিছুদিন আগে বাসায় তালা মেরে পাঁচ দিনের জন্য সপরিবার গ্রামের বাড়িতে যান। ফিরে দেখেন দরজার তালা ভাঙা। চোরেরা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। তবে তিনি থানায় কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করেননি। এ ঘটনার কয়েক দিন পরেই তাঁর বাসার নিচ থেকে আরেকজন বাসিন্দার একটি বাইসাইকেল চুরি হয়েছে।
এ কারণে এখানে পুলিশি টহল আরও বাড়ানো উচিত বলে তাঁরা মনে করেন।
সাধারন মানুষের নিরাপত্তায় বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানান প্রশাসন।
দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কতৃর্পক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।