নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হতে চায় মোঃ পারভেজ হোসেন।
পারভেজ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা বাবলু আকন্দর ছেলে। এবারের পৌরসভা নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে তরুণদের প্রার্থী হতে দেখা যাচ্ছে। এরই মধ্যে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এলাকায় সুপরিচিত তরুণ, সমাজসেবী, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠকেরাও আগাম প্রচারণায় নেমেছেন। এ ব্যাপারে ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলী আজগর মান্নান বলেন, "নির্বাচন সবার গণতান্ত্রিক অধিকার। আমরা নতুন প্রার্থীদের স্বাগত জানাই। তবে সম্ভাব্য প্রার্থীরা যেন প্রতিযোগিতামূলক মন-মানসিকতা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। কেউ যেন প্রতিহিংসামূলক কারণে নির্বাচনে না আসেন।
নির্বাচনের সময় যে খুব বেশি বাকি রয়েছে, তা নয়। তাই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। তবে যেহেতু কাউন্সিলর পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে না, তাই ওয়ার্ডগুলোতে দলের একাধিক প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ক্ষেত্রে যিনি গ্রহণযোগ্য ও জনপ্রিয়, তিনিই জয়লাভ করবেন।"
এই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী পারভেজ বলেন, "আমি মুরব্বি ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেছি। সবাই আমাকে নির্বাচনে প্রার্থী হতে আহ্বান জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হব এবং সেই লক্ষ্যেই কাজ করছি।"
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।