​ফেসবুক আইডি হ্যাক করে সাংবাদিকের সম্মানহানির চেষ্টা।।


নিজস্ব প্রতিবেদক - 

বগুড়া ধুনটে  ফেসবুক আইডি হ্যাক করে সাংবাদিকের নামে সম্মানহানির ঘটনা ঘটেছে। জানা যায় গতকাল বিপাশা ইয়াসমিন নামের একটি আইডি থেকে ম্যাসেন্জারে কিছু আপত্তিকর চ্যাট স্কিনসট দিয়ে রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করে।পোস্ট করার পরই সবার নজরে আসে পোস্ট টি।এরপর সবাই সাংবাদিক শুভ কে বিষয় টি অবগত করে।

এ বিষয়ে অনেকেই বলে বিপাশা ইয়াসমিন  নামে এই আইডি থেকে অনেককে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করেছে,এবং এই আইডি থেকে অর্থও দাবী করেছে।

এ বিষয়ে সাংবাদিক শুভ বলেন এটা অবশ্যই শত্রুতা করে করা হয়েছে।আমার মান হানির চেষ্টা করা হয়েছে।বিষয়টি জানার পর সাথে সাথে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছি।এবং এই আইডির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবো।যাতে তারা কখনো কোন সম্মানী ব্যক্তির মানহানি না করতে পারে।আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই এদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। 

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন