​বগুড়া ধুনট উপজেলা একাউন্ট অফিসারের অবহেলায় সকল প্রশিক্ষণার্থী হয়রানির শিকার।।


এস এম ফজলে রাব্বি শুভ -ধুনট,বগুড়া -


বগুড়া ধুনট উপজেলা একাউন্ট অফিসারের অবহেলায় সকল প্রশিক্ষণার্থী হয়রানির শিকার হওয়ার ঘটনা ঘটেছে। 

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক শিক্ষিকাদের পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল আজ। প্রশিক্ষণার্থীদের জন্য সরকারের বরাদ্দকৃত টাকা সারাদেশে আজকেই বন্টন করা হয়েছে। কিন্তু ধুনটে প্রশিক্ষণার্থীরা দুপুরে জানতে পারে আজকে টাকা দেয়া হবে না। কারণ হল একাউন্ট অফিসার বিলে সই করেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম স্যার সেই অফিসারকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। শুধু তাই নয় একপর্যায়ে তিনি ফোন বন্ধ করে রাখেন। এই খবর জানতে পেরে সকল প্রশিক্ষণার্থীরা শিক্ষা অফিসারকে চাপ প্রয়োগ করে। তখন অবস্থা বেগতিক দেখে শিক্ষা অফিসার ধুনট সরকারি হাই স্কুলের একজন শিক্ষকের শরণাপন্ন হন। সকল শিক্ষকের অসুবিধা বিবেচনা করে সেই শিক্ষক সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজের কাছ থেকে আটাশ লক্ষ টাকা দিয়ে আজকের সমস্যার শুভ সমাধান করেন। এই একাউন্ট অফিসার কার ক্ষমতার জোরে কেন প্রায় ছয়শ শিক্ষকের সম্মানির টাকা নিয়ে টালবাহানা করে, শিক্ষা অফিসারকে বেকাদায় ফেলে? 

অনেকেই অভিযোগ করেন এই অফিসার নাকি সপ্তাহে একদিন অফিস করে এবং বারোটার পরে আসে। শুধু তাই নয় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক শিক্ষিকারা ওই একাউন্ট অফিসার এর শাস্তি দাবি করেছেন।।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন