বগুড়া ধুনটে ব্যাডমিন্টন, ভলিবল ও লংটেনিস প্লে গ্রাউন্ডের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মুজিব চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত মহোদয়ের সভাপতিত্বে ব্যাডমিন্টন খেলার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংদস সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌর মেয়র এ,জি,এম বাদশাহ, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক আফছার আলী, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, প্রচার সম্পাদক মহসীন আলম মুন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।