বগুড়ার ধুনটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি’র সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, রেজাউল করিম দুলাল, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ।
এছাড়াও দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, আনিছুর রহমান, শাজাহান আলী, গোলজার হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, ইমরুল কাদের সেলিম, একরামুল হক এটম, শামীম মন্ডল, গোলাম মোর্তজা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি প্রভাষক আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুর ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, আতিকুর রহমান, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সুজন সাদ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন ডেভিট, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, সাবেক আহবায়ক বিপুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রতন মাহমুদ, সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন সম্রাট, সাংগঠনিক সম্পাদক সাকিব রানা সবুজ, মাহবুব হাসান রাসেল, ছাত্র নেতা রাকিব হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।