বগুড়া ধুনটে মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। ঘটনাটি ঘটেছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কালের পাড়া গ্রামে।
গত ২৯ এপ্রিল রেহেনা খাতুন নামের এক বাক প্রতিবন্ধী নারীকে পুলিশ সদস্য কর্তৃক মারপিটের শিরোনামে নিউজ প্রকাশিত হয়। খবরটি নজরে আসে ঐ পুলিশ সদস্য ফেরদৌস আলমের।তিনি তখন বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে সরনাপন্ন হোন। পুলিশ সদস্য ফেরদৌস আলম তাদের কাছে বিষয়টি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন এবং তিনি বলেন এটা পারিবারিক জমিজমা সংক্রান্ত জের ধরে এবং কিছু লোকের কুপরামর্শে এমন ঘটনা ঘটিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে গত ০৪/০৫/২০২১ ইং রোজ মঙ্গলবার সকাল দশটায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাদী-বিবাদী সহ গ্রাম্য শালিসি বৈঠক বসে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগের সদস্য পাশা সরকার, কালেরপাড়া ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম তরফদার, শহিদুল সরকার, সুমন সরকার, লিটন মিয়া, খলিলুর রহমান, মনি বাবু, নয়ন মন্ডল, বাবু তরফদার, আদর তরফদার সহ গ্রামের লোকজনের উপস্থিতিতে বাদী ও তার পরিবার স্বিকার করে বলেন, ঘটনাটি সম্পুর্ন মিথ্যা।
বাদী বলেন- নিউজে যে আমাকে বাদী বানিয়েছে আমি নিজেই কিছু জানিনা, যাইহোক এরকম ভুল আর কখনো হবেনা বলে প্রতিশ্রুতি দেন বাদী পরিবার। বাদী আরো বলেন এ রকম ঘটনা পরবর্তীতে আর কখনো হবেনা।
পরিশেষে সাক্ষগণের সাক্ষীর ভিত্তিতে প্রমানিত হয় পুলিশ সদস্য ফেরদৌস আলম এই ঘটনার সাথে জড়িত নয়। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।