পবিত্র রমজান মাস উপলক্ষে গোসাইবাড়ী ইউনিয়নের দরিদ্র ও দুঃস্হ পরিবারের সাহায্যার্থে এবং করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিগণকে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (শুকনা খাবার) বিতরণ করা হয়।

গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈনুল হাসান মুকুলের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাননীয় জাতীয় সংসদ সদস্য -৪০, বগুড়া -৫ (শেরপুর -ধুনট নির্বাচনী এলাকা) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় মহন্ত, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
মোঃ গোলাম সোবাহান, মোঃ শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মোঃ আফসার আলী, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বনি আমিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকারিয়া খন্দকার, গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআব্দুর সালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সুজন সাদ প্রমুখ।

বিডিওয়ানপেপার/ধুনট/বগুড়া।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন