বগুড়া ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা কৃতিত্বের সাথে এক বছর দায়িত্ব পালনের এক বছর পূরন হলো। গত ১২/০৩/২০২০ ইং তারিখে ধুনট থানায় যোগদান করেন। আজ ১২/০৩/২০২১ ইং তারিখে কৃতিত্বের সাথে  দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হলো। গত জানুয়ারিতে বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  নির্বাচিত হয়েছেন।

ধুনট থানায় যোগদানের পর থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এই এক বছরে অভূতপূর্ব কাজ করেছেন তিনি। বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাংস্কৃতিমনা এই মানুষটি এই এক বছরেই সাধারণ মানুষের কাছে অনেক প্রশংসা কুড়িয়েছেন। যোগদানের পর থেকে এই এক বছরে উল্লেখযোগ্য কাজ গুলো হলো:
(১) কোভিড ১৯ করোনা মহামারীতে জন সাধারনকে সচেতন করা,সাবান ও মাস্ক বিতরন, পৌরসভার সকল রাস্তায় জীবাণু নাশক স্প্রে করা।
(২) অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ।
(৩) ধুনটে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার মামলা দ্রুত সময়ে উদঘাটন।
(৪)নারী শিশু নির্যাতন প্রতিরোধে সভা সমাবেশ করে মানুষকে সচেতন করা।
(৫)মাদক বিরোধী সভা সমাবেশ 
(৬) ধুনট থানার বিভিন্ন হাট ও বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়।
(৭)গরীব মেহনতি ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
(৮) গত দুই ঈদে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ।
(৯) হিন্দুদের দূর্গা পুজায় অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ।
(১০) মাদকের বিরুদ্ধে শক্ত ভাবে লড়াই করে যাচ্ছেন।
(১১) আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রনী ভূমিকা পালন।
(১২) জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেয়ার জন্য প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং এর মাধ্যমে সেবা প্রদান।
(১৩) থানায় মামলা, জিডি, অভিযোগ করতে টাকা নেওয়া প্রথা চিরতরে বন্ধ করে দিয়েছেন।
(১৪) থানার ভিতর হাত ধোয়ার বেসিন নির্মান,
(১৫) থানার ভিতর ফুল ও বিভিন্ন প্রজাতির গাছের বাগান তৈরি।
(১৬) থানার ভিতর ও বাহিরে দেওয়ালে বিভিন্ন সচেতন মুলক লেখা ও ছবি অঙ্কন।
(১৭) নিজে অন্য ধর্মের হলেও ইসলামের যে কোন  অনুষ্ঠান ও ইসলামী মাহফিলে বাধা না দিয়ে উপস্থিত থেকে সহযোগিতা প্রদান।
(১৮) থানায় পুলিশের বিশ্রাম ও কাজের জন্য পুলিশ কোয়াটার্স নির্মাণ।

ধুনট থানায় এক বছর দায়িত্ব পালনের প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি কৃপা সিন্ধু বালা বলেন, জীবে প্রেম করে যে জন; সেজন সেবিছেই ঈশ্বর। আমি আজ এখানে আছি কাল বদলী হয়ে অন্যাত্র চলে যাবো। কিন্তু আমি চলে গেলেও আমার দায়িত্ব পালন, আমার হাতে গড়া এসব থেকে যাবে। আমি চলে গেলেও কোয়াটার্সে নতুন কোন পুলিশ সদস্য আসলে এসব দেখে অন্তত একবার আমার নাম স্মরন করবে। আর এটাই আমার প্রাপ্তি।

এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন