বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক ও সাধারণত সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত বহিষ্কারাদেশের মাধ্যমে উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন। বহিষ্কার আদেশের অনুলিপি মারফত জানা যায়, সদ্য শেষ হওয়া ধুনট পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে মহসীন আলম বিদ্রোহী মেয়র প্রার্থী এ জি এম বাদশাহ এর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন।
বহিস্কৃত মহসীন আলম তিন যুগেরও বেশি সময় ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমান নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান।বর্নাঢ্য রাজনৈতিক জীবনে মহসীন আলম উপজেলা ছাত্রলীগের সাধারণত সম্পাদক ও সভাপতি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।