আসন্ন ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকার বিজয়ের লক্ষ্যে পৌর যুবলীগের সাধারন সম্পাদক চপল মাহমুদ এর নেতৃত্বে নৌকার ভোট চাইলেন জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক কাওসার হামিদ রুবেল।

আজ মঙ্গলবার বিকেলে ধুনট পৌর যুবলীগের কার্যালয়ে পৌর যুবলীগের সাধারন সম্পাদক চপল মাহমুদ এর সভাপতিত্বে  আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক এর নৌকার বিজয়ের লক্ষ্যে নৌকার ভোট চেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আল আমিন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, যুবলীগ নেতা আঃ রশিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক কাওসার হামিদ রুবেল বলেন নৌকার বিজয়ের লক্ষ্যে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান।

এস এম ফজলে রাব্বী শুভ।
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন