আসন্ন ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ গ্রহন করায় উপজেলা আওয়ামী লীগ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার হলেন বর্তমান মেয়র এ জি এম বাদশাহ।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণত সম্পাদকের নিকট শপথ ভঙ্গ করায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এ জি এম বাদশাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে পুনরায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে স্থায়ী  বহিষ্কার করা হলো।
উল্লেখ, বিগত ২০১৫ সালের পৌর নির্বাচনে দল থেকে অব্যহতি নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। এবারে আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন। কিন্তু মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিগত নির্বাচনের ন্যায় পুনরায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, "আল্লাহর রহমত সবচেয়ে বড় হাতিয়ার, বঙ্গবন্ধুর শক্তি ছিলো জনগণ, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার শক্তি জনগণ, জনগন চাইলে আমি সব ত্যাগ করতে পারি, তবে জনগণের প্রত্যাশা আর দাবীকে আমি স্যালুট জানাই, জনগণের ভালোবাসা ও দাবীকে অবহেলা করা মুজিব আদর্শ বিরোধী, বঙ্গবন্ধু জনতার দাবীকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন, সেই জনগনই আমার সকল শক্তি ও প্রেরনার উৎস।"

বুধবার (১৩ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মেয়র প্রার্থী টি আই এম নুরুন্নবী তারিক এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞাপ্তি মারফত এ তথ্যে নিশ্চিত করেন। অত্রসংক্রান্ত সুপারিশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে প্রেরন করেন।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন