নির্যাতিতা নারীদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা ক্যাটাগরীতে বগুড়া জেলার শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা পেলেন ধুনট উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তিযোদ্ধার সন্তান স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বিথি। গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলা পরিষদের সভা কক্ষে উক্ত সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক। সম্মাননা পাওয়ার পর প্রশংসায় ভাসছেন ফৌজিয়া হক বিথি।
তাই কবির ভাষায় আমারো বলতে ইচ্ছে করছে-
নারী তুমি প্রতিবাদী হও,
নিরবতা ভুলে নিজের প্রতি হওয়া অন্যায়ের জবাব দাও।
তুলে নেও সেই ধর্ষকের চোখ,
যেই চোখ তোমায় ভোগের পণ্য ভেবে পেয়েছে সুখ।
নারী তুমি জাগো, হও প্রতিবাদী রংমশাল।
নারী তুমিই স্বাধীনতা,
সব অপমানের জাল ছিঁড়ে ফেরাও তোমার আত্মসম্মান।
হও সেই পুরুষতান্ত্রিক সমাজের বাস্তব উদাহরণ,
যারা তোমায় বাধ্য করেছিলো করতে আত্নহরণ।
যোগ্য জবাব হও নারী।
নারী তুমি দেবী,
তুমি এই সমাজে বেঁচে থাকার সমান অধিকারী।
এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন কোন কাজের প্রাপ্তি স্বরুপ কোন সম্মাননা পেলে দায়িত্ব আরো বেরে যায়।এই সম্মাননা আমাকে কাজ করার দায়বদ্ধতা আরো বারিয়ে দিল।শুধু এতটুকু বলতে চাই যারা আমাকে নির্বাচিত করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য দোয়া করবেন, আমার বাবা যেমন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন,এই দেশকে রক্ষা করার জন্য,আমি সেই মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে নির্যাতিত নারীদের পাশে থেকে যুদ্ধ করে যেতে চাই।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।