বগুড়ার ধুনটে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন ধুনট থানা পুলিশ। ২৬/১১/২০২০ ইং রোজ বৃহস্পতিবার ধুনট থানা কর্তৃক আয়োজিত উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালার নেতৃত্বে ব্যবসায়ী, পথচারী, অটোভ্যান চালক সহ সব বয়সী জনসাধারণকে সাস্ক ব্যবহার করার জন্য সচেতন করেন কিছু পথচারীকে মাস্ক পরিয়ে দেন।

এ সময় ধুনট থানার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বে নতুন করে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমনের সংখ্যা। বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে একজন করে করোনা দ্বারা সংক্রমিত হয়েছে। আবারো পড়তে চলেছে শীত। শীতে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বে পজেটিভ করোনা রোগীর সংখ্যা ২০ গুণেরও বেশি। আগামী কয়েক মাসের সংক্রমনের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানী ভিন্ন এক অনুষ্ঠানে একইরকম আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শীতের দিনে বিভিন্ন দেশে করোনা সংক্রমণ হতে পারে। আমাদের দেশেও বাড়তে পারে। সেই আশঙ্কা করা হচ্ছে। সেজন্য আমরাও প্রস্তুত আছি। আমাদের ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। হাসপাতালগুলোও প্রস্তুত রয়েছে। বাংলাদেশের মানুষ কোনো ভাবেই যেন  করোনা নামক মহামারী কে কেউ ভয় না পায়। সরকার করোনা মহামারী থেকে রক্ষা পেতে সরকার আবারো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।বিশেষ করে বাহিরে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক হুঁশিয়ারি দিয়ে বলেন  প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক।

লোকে যাতে এ নির্দেশ মেনে চলে- সে জন্য ভ্রাম্যমাণ আদালতের মত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
ইমেইল:- fajlerabbi17@gmail.com

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন