বগুড়া ধুনটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ই নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এছাড়াও সহ-সভাপতি কুদরতি খুদা জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা, আওয়ামী লীগ নেতা ও চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশাহ, এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক হেলাল, ধুনট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারেজ উদ্দিন আকন্দ, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিপন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, শফিকুল ইসলাম শফি, সহ সম্পাদক সুজন শেখ, সহ সম্পাদক ফরহাদ হোসেন, উপ দপ্তর বিষয়ক সম্পাদক বিপ্লব হোসেন, পৌর যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক চপল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক দ্বয় উপস্থিত ছিলেন।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
ইমেইল- fajlerabbi17@gmail.com
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।