বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ:-
বগুড়ার ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের ইজিবাইক চালক আফাল মন্ডলের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ আনুমানিক সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘরে জ্বালানি গ্যাস সিলিন্ডার থাকায় মুহূতেই বসতবাড়ি সহ ঘরের ভেতরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন আহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আব্দুল হাই খোকন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ছুটে যান ঘটনাস্থলে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালক আফালের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন। তিনি বলেন- "মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান মহোদয়ের সাথে পরামর্শ করে সরকারি ভাবে এবং আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করবো ও তাদের পাশে থাকবো। এছাড়াও তিনি আফালের তিন সন্তানের পরিবারের সাহায্যের জন্য এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান জানান।"
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।