বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ:- 

বগুড়া ধুনটে গভীর রাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করলো স্বামী। অনুসন্ধানে জানা যায়, সন্ধ্যায় স্বামী স্ত্রীর ঝগড়ার হয়। তার প্রতিশোধ নিতেই গভীর রাতে স্ত্রী শেফালী বেগম (৪৫) কে জবাই করে স্বামী এশারত আলী আকন্দ (৫৫)।

এমন নারকীয় ঘটনাটি ঘটে ১০ অক্টোবর শনিবার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামে। এ ঘটনায় ঘাতক এশারত আলী আকন্দকে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। গ্রেফতারকৃত এশারত আলী পাঁচথুপি-সরোয়া গ্রামের মৃত হারুনর রশীদ আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই শনিবার রাতেও ঘুমাতে যান এই দম্পতি। রাত আনুমানিক একটার সময় স্ত্রী শেফালী বেগমের চিৎকার ও গোঙ্গানির শব্দ শুনতে পান পাশের ঘরে অবস্থান করা শেফালী বেগমের ছেলে। উঁকি দিয়ে দেখতে পান মেঝেতে পড়ে আছে তার মায়ের রক্তাক্ত গলা কাটা লাশ। দরজা খুলতে বললে তার ঘাতক বাবা বলেন ঘরের মধ্যে কেউ আসবেনা, আসলে তাকেও জবাই করব। প্রতিবেশীদের ডাকতে গেলে এরই ফাঁকে দরজা খুলে পালিয়ে যায় ঘাতক।
পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। এ সময় জানা যায়, ঘাতক এশারত আলী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় জনতার হাতে আটক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। খুনের কারণ জানতে চাইলে নিহতের ছেলে জানান, শনিবার সন্ধ্যায় তার পিতা-মাতার মধ্যে সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এর জেরেই তার মা'কে  জবাই করে হত্যা করেছে তার বাবা।

এ প্রসংগে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ঘাতক এশারত আলী আকন্দের উপর হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন