লেখক:- আল ইমরান।
ইউটিউবে টিউব নাই,
ভাইরাসে ভাই!
হাতিরঝিলে হাতি নাই,
গাইবান্ধায় গাই!
ঘোড়াঘাটে ঘোড়া নাই,
চিলমারীতে চিল!
হাসপাতালে হাঁস নাই,
পাতিলে নাই তিল!
বিড়িয়ানিতে বিড়ি নাই,
মুড়িঘণ্টে মুড়ি!
সিঙ্গারাতে সিং নাই,
খিচুড়িতে চুড়ি।
নবাবগঞ্জে নবাব নাই,
রাজশাহীতে রাজা!
কাজীপুরে কাজী নাই
কে দিবে ভাই সাজা!
আমলকীতে আম নাই,
দারচিনিতে চিনি!
ধানমন্ডিতে ধানের চাষ
হয়না কোনো দিন-ই।
পীরগঞ্জে পীর নাই,
বাগেরহাটে বাঘ!
সোনারগাঁয়ে সোনা নাই
করছো কেন রাগ!
বউবাজারে বউ নাই,
বরবটিতে বর!
কেমন করে বাধব তবে
ভালোবাসার ঘর!
নামের মাঝে বদনামিরা
ক্যাচাল করে রোজ-ই।
হরেক রকম নামের ভিড়ে
আসল নামটা খুজি!
- আল ইমরান।
জালশুকা, চৌকিবাড়ি, ধুনট, বগুড়া।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।