বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ:-

বগুড়ার ধুনটে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪'তম জন্মদিন পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট ধুনট উপজেলা শাখার আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪'তম জন্মদিন পালন করা হয়। 
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট ধুনট উপজেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক রাজিবুজ্জামান রাজিবের সভাপতিত্বে কেক কর্তন ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন - ধুনট উপজেলা শাখার বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি রানাউল আমিন রানা, সাধারণ সম্পাদক সাজেদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মারজান হোসাইন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি উজ্জ্বল এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির  নুরনবী ইসলাম লিখন, আপেল মাহমুদ, নাজমুল হাসান, নূর কুতুবুল আলম শৈবাল, কাওছার খন্দকার ও দেলোয়ার হাসান সহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মনন সাহিত্য সংগঠন, ধুনট, বগুড়া এর প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেছুর রহমান আরজু।
জন্মদিনের কেক কাটা আলোচনা ও দোয়া শেষে সভাপতি সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন