বগুড়া ধুনটে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপজেলার বিভিন্ন গ্রামের গরিব অসহায় দুরারোগ্য ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাই খোকন।
সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত এককালীন আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় চিকিৎসার জন্য উপজেলার বিভিন্ন গ্রামের ২২ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীকে জনপ্রতি ৫০হাজার টাকা এবং ৩ জন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি ব্যক্তিকে জনপ্রতি ১০হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাইদ মোঃ কাওছার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি ও ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।