বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ।

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের  রাঙ্গামাটি গ্রামের দেশীয় চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ সারে ৪৫ লিটার মদ নিয়ে দুই জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ধুনট থানা পুলিশ।

গতকাল শনিবার ১৯/০৯/২০২০-ইং তারিখ দিবাগত রাতে রাঙ্গামাটি উত্তর পাড়া গ্রামের মোফাজ্জর ফকিরে ছেলে শফিকুল ফকির (৪০), ও রাঙ্গামাটি কুমার খালী গ্রামের ইয়ার আলী সরকারের ছেলে নাইমুর হাসান ফারুক (২২) কে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ ও তৈরীর সরঞ্জাম সহ গ্রেফতার করেন পুলিশ।
মামলা নং-২২ ও থানা পুলিশ সূত্রে জানা যায় যে- এরা এলাকায় দির্ঘদিন যাবৎ মদ তৈরি সহ মাদকের ব্যবসা করে আসছে।
তদন্ত ওসি কামরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রুহুল আমিন, এস আই শ্রী প্রদ্বীপ কুমার ও আলী আকবর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেন।  গ্রেফতারের পরে তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। ধুনট  থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন- মাদক ব্যবসায়ী শফিকুল ও ফারককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন