বার্তা সম্পাদক:- এস এম ফজলে রাব্বী শুভ।

বগুড়া ধুনটে ডিআইডিপি পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে চাল ডাল ডিম, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুর ১২টার দিকে ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের (ডিআইডিপি) কার্যালয়ে জনপ্রতি সাড়ে ৫ হাজার টাকা মূল্যের এসব সামগ্রী বিতরন করা হয় এবং প্রতি জনকে নগদ ১ হাজার টাকা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। ডিআইডিপি’র বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, সদস্য মিজানুর রহমান মজনু, ব্যবসায়ী আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা আসমত আলী, যুবলীগ নেতা খায়রুল ইসলাম ও ডিআইডিপি’র ধুনট উপজেলা মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার প্রমুখ।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন