এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়াঃ-
বগুড়া ধুনটে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই উপজেলা চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিস্কার-পরিছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্ত।
কয়েকদিন পর পর শ্রমিক নিয়ে নিজেই পুরো উপজেলা চত্বর ঘুরে ঘুরে পরিস্কার-পরিছন্ন করছেন। তার এ উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন ওই উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা লোকজন। দীর্ঘ দিন ধরে উপজেলার ভিতরে ময়লা আবর্জনা দিয়ে ভরপুর ছিলো, একটি মাত্র পুকুর সেটিও ঝোড়-জঙ্গল দিয়ে ভরপুর ছিলো। শুধু উপজেলা চত্বর নয় পুকুরের চতুপার্শে নিজে সাথে থেকে পরিষ্কার করছেন। সরেজমিনে দেখা যায়, ইউওনো নিজে সাথে থেকে বেশ কয়েকজন শ্রমিককে সাথে নিয়ে উপজেলা চত্তরের সকল ভবনের সামনে ও পিছনে ঘুরে ঘুরে ময়লা অবর্জনা পরিস্কার করছেন এবং পুকুর পাড়ে আবর্জনা পরিষ্কার করছেন। এমনকি তিনি নিজেও হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিছন্ন করতে দেখা গেছে। সৎ ইচ্ছা শক্তি থাকলে ভালো কিছু করা সম্ভব। তার জলন্ত প্রমাণ ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। তাকে এ কাজে সহযোগিতা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
উপজেলা পরিষদের এক কর্মকর্তা জানান স্যার ঘুরে ঘুরে ক্যাম্পাস পরিস্কার পরিছন্ন করছেন। আমরা সকল কর্মকর্তা-কর্মচারী তাকে এ কাজে সহযোগিতা করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত মহোদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিস্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের সকলের উচিত পরিবেশটা পরিস্কার পরিছন্ন রাখা। নিজের উপর দায়বদ্বতা থেকেই আমি আমার উপজেলা চত্বর পরিছন্ন রাখার চেষ্টা করেছি। উপজেলা পরিষদে বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন আসে উপজেলায় কাজ করতে।তারা ক্লান্ত শরীর নিয়ে যে একটু বসে বিশ্রাম নিতে পারে এই জন্য নিজ উদ্যোগেই এই কাজ গুলো করছি। বাহির থেকে আগত মানুষ যাতে বসে থাকতে পারে সে জন্য চেয়ারের ব্যবস্থা করেছি।এরই মধ্যে একটি পরিছন্ন উপজেলা তৈরি করতে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি আপনাদের একটি সুন্দর পরিচ্ছন্ন উপজেলা উপহার দিবো।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।