নিজস্ব প্রতিবেদক:
উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিরামহীনভাবে উপজেলার একপ্রান্ত হতে অন্যপ্রান্তে ছুটে চলেছেন তিনি। দায়িত্ব পালনের এই একবছরের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য উপজেলা বাসীর মন জয় করে নিয়েছেন তিনি।
প্রতিবন্ধীদের বিষয়ে চেয়ারম্যান খোকন বলেন- ধুনট উপজেলার প্রতিটি প্রতিবন্ধীকে আগামী দুই বছরের মধ্যে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। তিনি আরও বলেন- ভাতা কার্ড করার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের যেন কষ্ট করে উপজেলা পরিষদে বার বার না আসতে হয় সেজন্য উপজেলা পরিসংখ্যান ও সমাজসেবা কর্মকর্তাদের সহযোগিতায় একটি প্রতিবন্ধী ডাটাবেজ তৈরি করার কাজ শুরু করেছি এবং সেই ডাটাবেজ অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা কার্ড প্রদান করা হবে।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন